নিজস্ব প্রতিবেদক: ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র। পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনাসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মেয়রসহ সর্বস্থরের নেতৃবৃন্দ ও জনসাধারণ।
সারা দেশে দিনটি আজ জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।
সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতার এ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবেও উদযাপিত হয়। এ বছরের প্রতিপাদ্য—‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।