স্টাফ রিপোর্টার: ‘‘শিশুর সাথে শিশুর তরে, বিশ^ গড়ি নতুন করে” ¯েøাগানে বিশ^ শিশু অধিকার সপ্তাহ ও বিশ^ শিশু দিবস-২০২০ উপলক্ষ্যে রবিবার সকালে জাতীয় কন্যা শিশু দিবসে ন্যাশনাল চিলড্রেনস্ ট্রাস্ক ফোর্স (এনসিটিএফ), ইয়ূথ ফর চেঞ্জ এবং ইয়েস বাংলাদেশ এর আয়োজনে বগুড়ায় শিশুদের ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ বগুড়ার সভাপতি পুষ্পা খাতুনের সভাপতিত্বে জুম এ্যাপস্ এর মাধ্যমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী। এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার গণমাধ্যমকর্মী সঞ্জু রায় ও পারমিতা ভট্টাচার্র্য্য স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার এবং সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এস.আই রোজিনা খাতুন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন আইন ও শালিস কেন্দ্রের পক্ষে আশিক আহমেদ, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, সদর থানার এস.আই সোহেল রানা, বিজয় টিভির বগুড়া জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ, শিশু একাডেমীর চিত্রাঙ্কন প্রশিক্ষক মৌসুমী রহমান প্রমুখ। সভায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় করনীয় এবং সমসাময়িক ঘটে যাওয়া দেশব্যাপী শিশু ধর্ষণ, নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে শিশু বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিশুরা বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরেন যার মাঝে উল্লেখযোগ্য, শিশু ধর্ষণ বা শিশুর প্রতি যেকোন নির্যাতন প্রমাণ হলে দোষীদের দ্রæততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অভিযোগ বক্স স্থাপন যা নিয়মিত তদারকি করা, তথ্য প্রযুক্তির এই যুগে এ্যাপস্ উদ্ভাবন করে শিশুর প্রতি সহিংসতা বন্ধে সেবা প্রদানের উদ্যোগ নেয়া, ঘরে এবং বাইরে শিশুদের শতভাগ নিরাপত্তা বিধান করা এবং তাদের বেড়ে উঠার জন্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরিকরণসহ শিশুর সামগ্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয় সভায়। শিশুদের করা দাবি এবং সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার বিষয়টিও সভায় নিশ্চিত করেছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
মতবিনিময় সভায় শিশুদের পক্ষে বক্তব্য রাখেন এনসিটিএফ বগুড়ার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর, সহ-সভাপতি যেরোম স্টিভ শিকদার, সাংগঠনিক সম্পাদক আফিয়া ইবনাত নকশী, শিশু গবেষক জুবাইর আহমাদ, শিশু সাংবাদিক যথাক্রমে মুশফিকুর রহমান সিজান ও উম্মে কুলসুম করবী প্রমুখ। উল্লেখ্য, জাতীয় কন্যা শিশু দিবসে আয়োজিত উক্ত ভার্চুয়াল মতবিনিময় সভা বগুড়াসহ পৃথক পৃথকভাবে একযোগে ৪০টি জেলায় অনুষ্ঠিত হয়েছে।