রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ দেশের প্রাণিসম্পদ বৃদ্ধি করতে এবছর প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজন করেছে জাতীয় ডেইরি আইকন পুরস্কার। এবছর ৪১ জন খামারীকে বিভিন্ন ধরণের পুরস্কার দেয়া হয়। ডেইরি ক্যাটেগরিতে ২০ জন, দুধ ও মাংস ক্যাটেগরিতে ৯ জন, পশুখাদ্য প্রক্রিয়াকরণ ক্যাটেগরিতে ৮ জন এবং খামার যান্ত্রকরণ ক্যাটাগরিতে ৪ জনকে দেয়া হয় এ বিশেষ পুরস্কার।
এই আয়োজনে পুরস্কার হিসাবে তারা পেয়েছেন ১ লাখ টাকা। কৃষিবিদ মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
এর মাঝে ডেইরি আইকন পুরস্কার পেয়েছেন বগুড়া ভাণ্ডার এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব। তিনি বলেন, এ পুরস্কার কাজের অনুপ্রেরণা বৃদ্ধি করবে।