বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: নীলফামারীতে বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে সোহেল রানা বাবু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সোহেল রানা বাবু কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের কদমতলী এলাকার আদর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। এভাবে তিনি সিলেটের বালাগঞ্জ এলাকার এক ব্যক্তির কাছ থেকে ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। মামলার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯টি জাল পাসপোর্ট, সিডনি (অস্ট্রেলিয়া) ভিত্তিক একটি কোম্পানির আইডি কার্ড এবং জাল কানাডিয়ান ১০০০ ডলারের একটি বান্ডিল উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মামলা দায়েরের পরপরই ডিবি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তিনি জাল ভিসার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।