শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
 
							
							 
                    ওয়েব ডেস্ক: জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলনের কুমিল্লা দক্ষিণ জেলা শাখা। ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে লাকসামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত ‘জুলাই সনদ’ ষোষণা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সভাপতি সালাহউদ্দীন শিহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান।
বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার পতনের পর আমরা আশা করছিলাম জুলাইয়ের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনে কাজ করবে। কিন্তু সরকার এখনো পর্যন্ত জুলাইয়ের চাহিদা পুরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো পর্যন্ত সরকার জুলাই সনদ ঘোষণা করেনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দ্রুত জুলাই সনদ ঘোষণাসহ যাবতীয় বিষয় সমাধান করার আহ্বান জানাই।
এসময় আরও বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নূরে আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ শাহাদাত হোসাইন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ জেলা ও অন্যান্য থানা কমিটির নেতৃবৃন্দ।