1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

জেলা সদরে হাজাছড়ায় ট্রান্সফারমার বদলে দেয়ার গড়িমসি 

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: জেলা সদরে হাজাছড়ায় ট্রান্সফারমার বদলে দেয়ার গড়িমসি ! জনৈক তড়িৎবিদ গিয়াস উদ্দীন পুর্বে তার অন্যত্র বিক্রি করার অভিযোগ। বিলাইছড়ি হাজাছড়া স্থানীয় মেম্বার মংতোয়াইচিং মারমা জানায় ৪ জুন ট্রান্মফারমার নষ্ট হলে জনৈক লাইনম্যান গিয়াস উদ্দীন তড়িৎবিদ ৩শ মিটার সরকারী তার খুলে নিয়ে আর্থিক সুবিধা নিয়ে অন্য কোথাও লাগিয়ে দেয়। ৫০ কিলো: ট্রান্সফারমার বদলে গড়িমসি টাকা দাবী সহকারী প্রকৌশলী আবুল হাসেম এর বিরুদ্ধে ৪০ হাজার টাকা । সরকারী গোডাউন(ষ্টোর) থেকে আবারো ৩০০ মিটার নিয়ে ১৬ জুন মেম্বার নিজেই লেবার পেমেন্ট দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। তড়িৎবিদ গিয়াস উদ্দীনের অভিযোগ দীর্ঘদিনের। তাকে সারাক্ষন বিদ্যুৎ অফিসে বিভিন্ন প্রকৌশলীর অবৈধ কার্যক্রম বিষয়ে পরামর্শ করে বলে অভিযোগ । নিয়মিত ডিউটি করে না বলে জানা গেছে ।

স্থানীয় মংথোয়াই চিং মেম্বার বলেন,২/৩ বার বিদ্যুৎ অফিসে গিয়ে লিখিত অভিযোগ করেছি তার নিয়ে যাওয়া ও ট্রান্সফারমার বদলে দেয়ার গড়িমসি করে ৪০ হাজার টাকা দাবী প্রকৌশলী। তিনি সহকারী প্রকৌশলী আবুল হাসেম এই বিষয়ে নিবার্হী প্রকৌশলী সাইফুর রহমানের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানায়। আগেও তড়িৎবিদ বিরদ্ধে রাঙাপানি ফিডারের আওতাধীন মুসলীম পাড়া হতে ২টি এলটি লুপ খুলিয়া নেয়ার অভিযোগে সতর্কীকরণ নোটিশ সাবেক নিবার্হী প্রকৌশলী। রাঙামাটি ষ্টোরে ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হুমায়ন কবির (রতন) বলেন,গত ৪ জুন ট্রান্সফারমার নষ্ট হয়েছে শুনেছি,ট্রান্সফারমার বসানো হয়নি ৩শ মিটার সার্ভিস তার দেয়া হয়েছে। পুর্বের সার্ভিস তার ইলেকট্রিশিয়ান গিয়াস উদ্দীন অন্যত্র বিক্রি করে দিয়েছে স্থানীয় মেম্বার বলেছে । হাজাছড়া মেম্বার মংথোয়াই চিং মারমা তার নিয়ে যাওয়ায় গিয়াস উদ্দীনের বিরুদ্ধে লিখিত করেছে।

রাঙামাটি বিদ্যুৎ বিভাগের ইলেট্রিক্যাল গিয়াস উদ্দীনের চারটি মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে অবশেষে ফোন রিসিভ করে ব্যাংকে আছে বলে জানায়, হাজাছড়া বিদ্যুৎ তার কার নির্দেশে নিয়েছে জানতে চাইলে ঐসব বিদ্যুৎ প্রকল্পের তার কার্বারী সাহেবের নির্দেশে নিয়ে যাওয়া হযেছে। প্রকল্পের হলেও পিডিবির ৩শ মিটার তার কিভাবে সরিয়ে নিল এবং ঔস্থানে আবারো ৩শ মিটার নিয়ে সংযোগ দেওয়া সরকারে আর্থিক ক্ষতি বিষয়ে উল্লেখ করলে বিষয়টি এড়িয়ে যায় গিয়াস। সেই আরো জানায়, তার কাজ বিলাছড়ি পাড়া মিটার লাগাইতে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..