স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়। ঐতিহাসিক সেই জয়ের নায়কের বয়স কেবল ২৪। দুর্দান্ত বোলিং করে অসিদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন অবিশ্বাস্য জয়। পেসার শামার জোসেফের এমন দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে সবার।
দীর্ঘদিন ধরে হয়তো শামার জোসেফের মতোই একজন ক্রিকেটারকে খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ। এবার দেখাও পেয়ে গেলেন। যে কারণে তড়িঘড়ি করে জোসেফের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিও সেরে ফেললো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
জোসেফকে কেন্দ্রীয় চুক্তিতে আনার বিষয়ে সিডব্লিউআইয়ের পরিচালক এনখ লুইস বলেন, ‘আমরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আমাদের দায়িত্ব হচ্ছে শামার জোসেফকে সিডব্লিউআই ইন্টারন্যাশনাল রিটেইনার কন্ট্রাক্টে (কেন্দ্রীয় চুক্তি) তুলে আনা। তার দুর্দান্ত মেধা ও দৃঢ় ত্যাগ গ্যাবায় আমাদের সাম্প্রতিক অসাধারণ জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। এমন সম্ভাবনাময় মেধার স্বীকৃতি দরকার। শামারকে চুক্তিতে আনা শুধু তার পুরস্কার নয়, এটি সে অর্জন করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছিল জোসেফের। অভিষেকের পর প্রথম বলেই উইকেট শিকার করেছেন এই পেসার। ফিরিয়েছেন অসি ওপেনার স্টিভ স্মিথকে।
দুই ম্যাচের সিরিজে জোসেফ তুলে নেন ১৩ উইকেট। শেষ ম্যাচে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। একইসঙ্গে সিরিজসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন জোসেফ। মনে করা হচ্ছে, আগামী তিন ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বড় তারকা হয়ে উঠবেন তিনি।
জোসেফসহ ২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা-
অলিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, ত্যাজনারায়ন চন্দরপল, জোশুয়া দা সিলভা, শাই হোপ, আকিল হোসাইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।