1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

জয়ের ধারায় ফিরলো পিএসজি

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক: আবার জয়ের ধারায় ফিরেছে প্যারিস সেন্ত জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হারের তিক্ততা পেছনে ফেলে রোববার রাতে তারা গোল উৎসব করেছে। ঘরোয়া লিগে রেনেকে তারা ৩-১ গোলে হারিয়েছে। আচরাফ হাকিমি ছিলেন জয়ের নায়ক । একটা গোল করেছেন। অন্য এক গোলের রূপকার ছিলেন তিনি।

ঘরোয়া লিগে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের। এবারের লিগে আট ম্যাচে এ পর্যন্ত তারা মাত্র চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে মোনাকো ও নিসের নিচে। তবে এ ম্যাচে দুর্দান্ত খেলেছে তারা। গোলের জন্য আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তবে প্রথমার্ধেই তারা দুই গোলে এগিয়ে যায়।

প্রথম গোলটি করেন ভিতিনহা। তার এ গোলে সহায়তা করেছিলেন ওসমানে দেম্বেলে। এই ধাক্কা সামলে উঠতে না উঠতে রেনে দ্বিতীয় গোল হজম করে। আচরাফ হাকিমি করেন গোলটি। বিরতির পর অবশ্য রেনে খেলায় ফেরার জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তার পুরস্কারও পায় ৫৬ মিনিটে। লুডোভিচ ব্লাসের কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান আমিনে গৌরি।

রেনে গোল ব্যবধান কমানোর পরের মিনিটে্ খেলোয়াড় পরিবর্তন করেন পিএসজি কোচ লুই এনরিকে। র্যান্ডল কোলো মুয়ানিকে মাঠে নামান কোচ। মুয়ানি প্রথমবার বলে স্পর্শ করেই গোলের দেখা পান। হাকিমি গোলের সুযোগটি তৈরি করে দিয়েছিলেন। এ গোলে রেনে কোচ চরম হতাশা প্রকাশ করেন। বুঝতে পারেন গৌরির গোলের পর খেলায় ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যায়।

মাঠে ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এদিন তিনি ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি। একবার গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার চেষ্টা প্রতিহত করেন রেনে গোলরক্ষক স্টিভ মান্দান্দা। একটা গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য থাকতে হয়ে তাকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..