প্রত্যয় নিউজডেস্ক: রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরার মাধ্যমে নতুন মৌসুমের লা লিগা শুরু করেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়াতে তারা সময় নেয়নি একদমই। পরের ম্যাচেই রিয়াল বেটিসকে হারায় ২-১ ব্যবধানে।
সেই জয়ের ধারা পরের দুই ম্যাচেও বজায় রেখেছে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়াল ভায়োদলিদকে ১-০ গোলে হারানোর পর সবশেষ ম্যাচে লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয়ে পূরণ করেছে জয়ের হ্যাটট্রিক। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলে সবার ওপরে।
লিগে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই নম্বরে থাকা রিয়াল বেটিস পাঁচ ম্যাচ খেলে পেয়েছে ৯ পয়েন্ট। তিনে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৫ ম্যাচে ৮ পয়েন্ট। ফলে শীর্ষস্থানটা বেশ মজবুতই আছে রিয়ালের।
রোববার স্থানীয় সময় বিকেলে লেভান্তের মাঠে খেলতে নেমেছিল রিয়াল। গত মৌসুমে লেভান্তের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি তারা, হেরেছিল ০-১ ব্যবধানে। তবে এবার আর সেই ভুল হয়নি। ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমার গোলে জয় নিয়েই ঘরে ফিরেছে রিয়াল।
ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় অতিথিরা। লুকা মদ্রিচের কর্নার কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি লেভান্তের রক্ষণ। উল্টো ফাঁকায় বল পেয়ে যান ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস। জায়গা করে জোরালো শটে জাল কাঁপান তিনি।
গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। আক্রমণের ধার বাড়ায় রিয়াল মাদ্রিদও। কিন্তু দুই দলের কেউই গোলের ঠিকানা খুঁজে নিতে পারেননি। প্রথমার্ধ তো বটেই, পুরো দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত হয়নি আর কোনো গোল।
তবে ম্যাচ শেষের আগে অতিরিক্ত যোগ করা সময়ে রিয়ালকে আনন্দে ভাসান বেনজেমা। রিয়াল পায় ২-০ গোলের উদ্ভাসিত জয়।