1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

টরন্টো ফিল্ম ফোরামের মাসব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৫১ Time View

প্রবাস: বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইনে মাসব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে টরন্টো ফিল্ম ফোরাম। অনলাইন এবং অডিটরিয়ামে– দুই মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগ্রামের গৌরবগাঁথা মানুষের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

১ ডিসেম্বর থেকে অনলাইনে প্রতিদিন একটি করে সিনোম দেখানো হচ্ছে। অনলাইনের এই প্রদর্শনী চলবে পুরো ডিসেম্বর মাস। এছাড়া ডিসেম্বরের প্রতি শুক্রবার টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল স্ক্রিনিং অডিটরিয়ামে একটি করে সিনেমা দেখানো হবে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করেন। এ উপলক্ষে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি ফিল্ম ফোরামের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মাসব্যাপী এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের বিভিন্নস্থানের মানুষের কাছে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

টরন্টো ফিল্ম ফোরামের এ আয়োজনকে মুক্তিযুদ্ধ জাদুঘর সর্বাত্মক সহযোগিতা করছে বলে উল্লেখ করে মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলোও এ আয়োজনে প্রদর্শিত হবে।

এদিকে শুক্রবার টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারে টরন্টোর দর্শকদের জন্য ইন পার্সন প্রদর্শনীর উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল এবং সাধারণ সম্পাদক মনিসরফিক। এ সময় টরন্টো ফিল্ম ফোরাম প্রযোজিত ও নির্মিত ‘আমার ৫০’ ডকু ফিল্ম প্রদর্শন করা হয়।

কবি আসাদ চৌধুরী তার বক্তব্যে মাসব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর প্রশংসা করে বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ এ দেশের সাধারণ মানুষের আকাঙক্ষার বাস্তবায়ন। সেই আকাঙক্ষা পূরণের লড়াইকে সিনেমার মাধ্যমে সবখানে ছড়িয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ। সেই গুরু দায়িত্ব পালন করছে টরন্টো ফিল্ম ফোরাম।

ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল জানান, পুরো ডিসেম্বর মাসে প্রতিদিনই অনলাইনে মুক্তিযুদ্ধের সিনেমা, ডকুমেন্টারি প্রদর্শিত হবে। আগ্রহীরা torontomulticulturalfilmfestival.com -এ লিংকে গিয়ে প্রতিদিনই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে মুক্তিযুদ্ধের সিনেমা দেখতে পারবেন। এছাড়াও ডিসেম্বরের প্রতি শুক্রবার সন্ধ্যায় একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

টরন্টো ফিল্ম ফোরামের ঘোষণা অনুসারে, আগামী ১০ ডিসেম্বর মেঘমল্লার, ১৭ ডিসেম্বর অলাতচত্র, ২৪ ডিসেম্বর অনিল বাগচীর একদিন এবং ৩১ ডিসেম্বর গেরিলা প্রদর্শিত হবে। ৩০০০ ডেনফোর্থে অবস্থিত টরন্টো ফিল্ম ফোরামের ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে’ দেখানো হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..