স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে ভারেতর পর সবচেয়ে দুর্ধর্ষ দল হিসেবে পরিচিতি পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এরই মধ্যে সেমিফাইনালের অন্যতম দাবিদার হয়ে উঠেছে তারা। যদিও বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই পারে না প্রোটিয়ারা। গত ২৪ বছর কিউইদের বিপক্ষে জয়ের খরা চলছে তাদের।
এ পরিস্থিতিতে আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দেশ। শুরুতেই টস নামক ভাগ্যের লড়াই। টস জয় করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। টস জিতে তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত এবং ব্যাট করতে পাঠালেন দক্ষিণ আফ্রিকাকে।
পুনেতে সন্ধ্যার পর শিশির পড়তে পারে। এ কারণে উইকেট ভালো হওয়া সত্ত্বেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ল্যাথাম। একটি পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড স্কোয়াডে। লকি ফার্গুসনের পরিবর্তে দলে আনা হয়েছে টিম সাউদিকে।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও চেয়েছেন যে কোনো মূল্যে হোক ব্যাট করতে। সে সুযোগ পেয়ে খুশি তিনি। দলে এনেছেন একটি পরিবর্তন। তাবরিজ শামসির পরিবর্তে খেলছেন কাগিসো রাবাদা।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরালর্ড কোয়েৎজে, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্রা, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।