স্পোর্টস ডেস্ক: লড়াইটা যেন ডেভিড আর গোলিয়াথের। একদিকে পুঁচকে (!) নেদারল্যান্ডস। অন্যদিকে বিশ্বকাপে গত দু’বারের টানা ফাইনাললিস্ট নিউজিল্যান্ড। যারা এবার আবার গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডতে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে।
হায়দরাবাদের রাজিব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি এই দুই দেশের লড়াই যত উঁচু-নিচুই হোক না কেন, বুকে সাহস রেখে খেলতে নামছে নেদারল্যান্ডস। সে কারণেই টস জিতে নিউজিল্যান্ডকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
টস জিততে পারলে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন বলে জানালেন। অর্থ্যাৎ, হায়দরাবাদে বোলাররাই ভালো করতে পারে আজ। ল্যাথাম বললেন, তারা চেষ্টা করবেন বড় স্কোর গড়ে পূর্ণ ২ পয়েন্ট অর্জন করার জন্য।
নেদারল্যান্ডস একাদশ
ভিক্রমজিৎসিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট, রোয়েলফ ফন ডার মারউই, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল সান্তনার, ম্যাক হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।