ধর্ম ডেস্ক: প্রশ্ন : কাউকে টাকা দিয়ে বা ভাড়াটিয়া লোক দিয়ে ইতেকাফ করালে কি ইতেকাফ আদায় হবে?
উত্তর : আজকাল কোনো কোনো মসজিদে দেখা যায়, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ইতেকাফ করছেন না। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যরাও ইতেকাফ করছেন না। এমনকি স্থানীয় মুসল্লিদের কেউই ইতেকাফ করছেন না। বরং বাইরে থেকে ভাড়াটিয়া কাউকে এনে কিছু টাকা-পয়সা দিয়ে ইতেকাফ করান। এতে ইতেকাফের লক্ষ্য অর্জন হয় না।
এটি আত্ম-প্রতারণা ও প্রবঞ্চনার শামিল। হ্যাঁ, যে কেউ যে কোনো মসজিদে ইতেকাফ করতে পারেন এবং যে কাউকে যে কেউ হাদিয়া বা উপঢৌকন দিতে পারেন। একজন পরহেজগার লোককে সম্মানিত করা বা সহযোগিতা করাতে দোষ নেই; কিন্তু খেয়াল রাখতে হবে, এটি যেন ইবাদতের উদ্দেশ্যকে ব্যাহত না করে।