রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল সড়কের নাকাছিমে বালুভর্তি একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এই ঘটনায় চালক বের হতে পারলেও হেলপার ট্রাকটির ভেতরে আটকে যায়।
রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এই ঘটনা ঘটে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হারুনুর রশিদ বলেন, ‘বালুভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিলো। এসময় লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে বেইলি ব্রিজের ওপর ট্রাকটি উঠলে ব্রিজটির একাংশ দেবে যায়। এই ঘটনায় ট্রাকটি ব্রিজে আটকে গিয়ে একাংশ নদীতে পড়ে গেছে। ট্রাকের চালক নামতে পারলেও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে আছে। তাকে উদ্ধারে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’
স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ সড়কের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার অসংখ্য মানুষের টাঙ্গাইল সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল পৌঁছাতে একটি বিকল্প সড়ক থাকলেও এরআগে গত ১ অক্টোবর সেটিরও একটি ব্রিজ ভেঙে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।
রিপোর্ট :মোঃ শরিফুল ইসলাম মাহফুজ,টাঙ্গাইল।