ওয়েব ডেস্ক: করোনা টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকাপ্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।’
তিনি বলেন, ‘সরকারের হিসাবেই দেখা যাচ্ছে ২ ডোজ টিকা পেয়েছেন মাত্র ৫২ লাখ মানুষ। ১ কোটি ৫৩ লাখ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি।’
এ সময় মির্জা ফখরুল আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।