বিশেষ সংবাদদাতা,কলকাতা:করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করছে গোটা রাজ্য। এর মধ্যে টিকিয়াপাড়ার একটি ‘ছোট ঘটনা’ নিয়ে বিজেপি রাজনীতি করছে। বুধবার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি বলেন, ‘এই সময় সরকারের পাশে থাকা উচিত ছিল তাদের। তা না করে তারা বিষয়টি নিয়ে রাজনীতি করছে।’ এই রাজনীতি করে কোনও লাভ হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এই অভিযোগও করেন, টিকিয়াপাড়ার ওই ঘটনা নিয়ে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘সকলে সামাজিক হন, অসামাজিক হবেন না। এই রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। পুলিশ ও প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।’ এ বিষয়ে তিনি বিজেপিরও তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে হাওড়ার টিকিয়াপাড়ার বেলিসিয়াস রোডে লকডাউন ভেঙে কিছু মানুষ জমায়েত হয়। পুলিশ তাদের সরাতে গেলে গোলমাল শুরু হয়। কিছু দুষ্কৃতী পুলিশকে আক্রমণ করে। সেখানে র্যাফ গিয়েও আক্রান্ত হয়। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘সেই ভিডিওটিকে অস্ত্র করেই রাজনীতি শুরু করেছে বিজেপি। তারা হাওড়ার একটি ছোট ঘটনা নিয়ে প্রচার করে রাজ্য সরকারকে অপদস্ত করার চেষ্টা করছে।’
তবে টিকিয়াপাড়ার ঘটনাকে রাজ্য সরকার যে হালকা ভাবে নিচ্ছে না, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেন, ‘টিকিয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে, তা ঘটা উচিত ছিল না। ঘটনাটা খারাপ। পুলিশ অ্যাকশন নেবে।’ সমালোচকদের এক হাত নিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ শকুনির মতো বসে রয়েছে, কখন একটা ডেড বডি আসবে, আর তা ঠুকরে খাবে।’ এদিন তিনি রাজ্য পুলিশের একটি টুইটের রি–টুইট করেন। রাজ্য পুলিশ যে টিকিয়াপাড়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, তা ওই টুইটে জানানো হয়েছিল। তার পরই পরিষ্কার হয়ে যায়, টিকিয়াপাড়া নিয়ে কড়া পদক্ষেপই করতে চলেছে রাজ্য। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এদিন ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। খোঁজ চলছে আরও দুষ্কৃতীর।