দৈনিক প্রত্যয় ডেস্কঃ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। আগামী শুক্রবার আইসিসির বৈঠক থেকে আসতে পারে এই সিদ্ধান্ত। এমনটাই খবর ভেসে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে। তবে বাতাসে জোর গুঞ্জন, করোনার কারণে নয়। আইপিএল এর সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অক্টোবরে হচ্ছে না টি-২০ বিশ্বকাপ। শেষ পর্যন্ত বিশ্বকাপ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বোর্ড গুলো।
একটা দ্বিধাদ্বন্দ্বে আছে আইসিসি। অক্টোবরে অস্ট্রেলিয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনায় সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে রুদ্ধ বহিরাগতদের প্রবেশ দ্বার। এই স্বল্প সময়ে নতুন কোনো আয়োজক মেলা দায়। গেলো মাসে বেশ কয়েক দফা মিটিং করেও বের করতে পারেনি কোনো উপায়। আয়োজক দেশ ও ইভেন্ট শুরু তারিখ এখনো চূড়ান্ত করতে পারেনি ক্রিকেট বিশ্বের অভিভাবক সংস্থাটি।
কোনো উপায় না পেয়েই কিনা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করতে যাচ্ছে আইসিসি। আগামী শুক্রবার বৈঠক শেষে আসতে পারে স্থগিতের সিদ্ধান্ত। এমনি খবর ভেসে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। আগামী-বছর ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই অস্ট্রেলিয়াকে চলতি বছরের বিশ্বকাপ আয়োজন করতে হবে ২০২২ এ। বিশ্বকাপ বাতিল হলে ইংল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া। এমন একটা প্রস্তুতিও নাকি নিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইপিএল এর সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ হচ্ছে না। বার বার তারিখ পরিবর্তন হচ্ছে। নানা মহলে এমন খবর শোনা যাচ্ছে। বিশ্বকাপের সঙ্গে আইপিএলের অদৃশ্য একটা যোগসূত্র পাওয়ায় সংস্থাটিকে পড়তে হচ্ছে ইনজামাম-উল-হকদের মত সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে। যেখানে ইংল্যান্ড, উইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলছে। সারা দুনিয়ায় ধীরে ধীরে ক্রিকেট শুরু হচ্ছে। সেখানে করোনার দোহাই দিয়ে বিশ্বকাপ বাতিলের যুক্তি কোথায়?
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক না হলে সম্ভাব্য দৌড়ে ইংল্যান্ড আছে। তবে এশিয়া কাপ ও বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ার পর বিশ্বকাপও না হলে বোর্ড গুলো নিশ্চিতভাবে পড়তে যাচ্ছে আর্থিক ক্ষতির মুখে। আর এমন দিনেই কিনা ভারত জানলো তাদের বোর্ডের আর্থিক ঘাটতির কথা। করোনার কারণে বিশ্বকাপ বাতিল হলে আইপিএল কি করোনার ঝুঁকি মুক্ত? প্রশ্নটা এখন ক্রিকেট প্রেমীদের।
ডিপিআর/ জাহিরুল মিলন