স্পোর্টস ডেস্ক: যুবদলে তিনি অলরাউন্ডার হিসেবে বেশ ভালোই নামডাক কামিয়েছিলেন। তবে জাতীয় দলে আসার পর মেহেদী হাসান মিরাজের মূল পরিচিতিটা হয় বোলার হিসেবে।
অফস্পিন বোলিংয়ের সঙ্গে টুকটাক ব্যাটিং পারেন, এতদিন এই ছিল তার সামর্থ্যের পরিচয়। তবে মিরাজ এখন দেখাচ্ছেন, টপঅর্ডারে ব্যাটিং করার সামর্থ্যও আছে তার।
এক কিংবা দুই ম্যাচ নয়, বেশ কয়েকটি ম্যাচেই নিজের ব্যাটিং সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন মিরাজ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে তো ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরাও।
২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। এবার বড়দের বিশ্বকাপেও কি সেরা হওয়ার স্বপ্ন দেখছেন?
মিরাজ বলেন, ‘বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফর্ম করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় অর্জন হবে, দলের জন্যও হবে। অবশ্যই, সে (টুর্নামেন্টসেরা) স্বপ্ন তো থাকেই।’
মিরাজ এখন বাংলাদেশের দলের এমন এক ব্যাটার, তাকে যে পজিশনেই নামানো হোক না কেন প্রমাণ করেছেনই। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া কতটা কঠিন? কী ভাবনা নিয়ে নামেন ব্যাটিংয়ে?
মিরাজ বলেন, ‘আমি চিন্তা করি যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমার সেই সুযোগটা কাজে লাগাতে হবে। আটে নামার চেয়ে ওপরে যেকোন জায়গায় ব্যাটিং করা অবশ্যই ভালো। কারণ, আমি বিশ্বাস করি যে আমি ব্যাটিং পারি। সমস্যাও হয়, তবে সেটা আমি মাথায় নিই না। যেখানেই হোক না কেন, দলের প্রয়োজনে আমাকে ভালো পারফর্ম করতে হবে।’