কক্সবাজার জেলা প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপােস্ট সংলগ্ন নাফ নদী থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি সদস্যরা ।
বুধবার ২ সেপ্টেম্বর রাত ৮ টার সময় এ অভিযান চালানাে হয় বলে বিজিবি। টেকনাফ -২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মােহাম্মদ ফয়সল হাসান খান” দৈনিক প্রত্যয়,, কে জানান গােপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফের একটি দল দমদমিয়া বিওপি সংলগ্ন আইয়ুবের ঝোরায় অভিযান চলাকালীন সময়ে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখতে পেয়ে দ্রুত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাকারবারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েক বস্তা ইয়াবা ফেলে দিয়ে অন্ধকারে নাফ নদী ঝাপিয়ে পড়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায় ।
বিজিবির টহলদল পরে ভাসমান অবস্থায় বস্তা গুলো উদ্ধার করে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করে । বলাবাহুল্য যে রাতের অন্ধকারে নাফ নদীতে ঝাপিয়ে পড়া ইয়াবা পাচারচালানিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।