কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।
গতকাল (২৯ আগস্ট) শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।গতকাল (২৯ আগস্ট) শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর তীর খারাংখালী ১৫ ও ১৬ এর মর্ধবর্তী এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।