বিনোদন: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (টেলিপ্যাব) নির্বাচনের কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল করাকে কেন্দ্র করে সংগঠনটির নির্বাচন কমিশন ও আপিল বিভাগের মধ্যে মন–কষাকষি চলছিল। একসময় নির্বাচন আপিল বিভাগ থেকে নির্বাচন কমিশনারদের কার্যক্রম বন্ধ করতে বলেন। এই ঘটনার জেরে প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া, কমিশনার মাসুম আজিজ ও বৃন্দাবন দাস একযোগে পদত্যাগ করেন।
উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে এতে এগিয়ে এসেছে সংগঠনটির নিয়ন্ত্রক বাণিজ্য মন্ত্রণালয়। সেখান থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত না হওয়া নির্বাচনটি চার মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।
সেই সঙ্গে গঠন করা হয়েছে নতুন নির্বাচন কমিশন ও আপিল বোর্ড। সেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কামাল বায়েজিদ।
তার সঙ্গে দুই নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন বাবুল বিশ্বাস, ইলিয়াস খান।
আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ম হামিদ। সদস্য হিসেবে থাকবেন কেরামত মওলা ও তারেখ মিন্টু।
বিষয়টি নিশ্চিত করে অভিযোগ বিষয়ে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। সেজন্য যা করণীয় সবকিছুর সমর্থনে আছি। নতুন কমিশন ও আপিল বোর্ড গঠিত হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন আশা করি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন শেষ করবেন।’
দ্রুতই ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা প্রকাশ করা হবে।