স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে কেনিংটন ওভালে চলছে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর মধ্যেই ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে নিজেদের মাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
এছাড়া প্রতিপক্ষের মাটিতে গিয়ে টাইগাররা খেলবে প্রতিপক্ষ ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। চলতি বছরেই শুরু হবে বাংলাদেশের এই টেস্ট চ্যাম্পিয়ন মিশন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল।
আইসিসি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি। ২০২৩-২০২৫ এর সাইকেলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল হোমে খেলবে তিন সিরিজ, অ্যাওয়েতেও খেলবে সমান তিন সিরিজ। আসন্ন এই চক্রে অংশ নিচ্ছে মোট ৯ টি দল।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের এই মিশন শুরু হবে। এরপর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুই টেস্ট। পরবর্তীত গন্তব্য সেপ্টেম্বরে পাকিস্তান সফরে। নভেম্বর-ডিসেম্বরে টাইগাররা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
লিগ পর্বের জন্য নির্ধারিত আছে ২৭টি সিরিজেরর ৬৮টি ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল তারপর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে যা লর্ডসে অনুষ্ঠিত হবে। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের মৌসুম শুরু হবে অ্যাশেজ দিয়েই। এজবাস্টন টেস্ট দিয়ে ঐতিহ্যবাহী সিরিজটি শুরু হবে ১৬ জুন।