নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী থেকে নরসিংদীতে স্থানান্তর করা বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (ট্রান্সকম লাইটিং) এর ৩৯ জন রেগুলার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ছাঁটাইকৃত শ্রমিকদের পুর্নবহালের দাবিতে এবং চাকরি হারানো খবর শুনে স্ট্রোক করে মোঃ শাহ আলম হাওলাদার নামে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকরা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে বনানীর ৪নং রোডে অবস্থিত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (ট্রান্সকম লাইটিং) এর হেড অফিসে পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন চাকরি হারানো আশঙ্কায় ১৪২ জন রেগুলার শ্রমিক।
ইতিপূর্বে যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে তাদের চাকরি পুনর্বহাল, যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসাসহ যাবতীয় খরচ বহন, মৃত শাহ আলম হাওলাদারের পরিবারের সমস্ত দায় দায়িত্ব বহন করাসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সিবিএ-ত্রর সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল ও সেক্রেটারী জাকির হোসেন এর নেতৃত্বে চার সদস্যর কমিটি মালিক পক্ষের সাথে আলোচনায় বসেন৷ আলোচনায় শ্রমিকদের পক্ষে দাবি-দাওয়া তুলে ধরেন তারা।
সিবিএ ত্রর সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সম্পূর্ণ অবৈধ, অনিয়ম তান্ত্রিক, মনগড়া, একতরফা, অভিজ্ঞ শ্রমিক ছাঁটাই করেছেন এবং নতুন নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে৷ তিনি আরো জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করলে ছাঁটাইকৃত শ্রমিকদের পুর্নবহালের আশ্বাস প্রদান করেন৷ আমরা চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছি, চার দিনের মধ্যে যদি শ্রমিকদের চাকরি পুনর্বহাল না করা হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব৷ এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন তিনি।
শ্রমিক মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) নরসিংদী শিবপুর উপজেলা ঘাশির দিয়া এলাকায় চাকুরি হারানো খবর শুনে স্ট্রোক করে মোঃ শাহ আলম হাওলাদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..