ওয়েব ডেস্ক: ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে র্যাব-১ এর একাধিক দল অভিযানে নামে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অফিসার), সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. পারভেজ মিয়া।
তিনি জানান, অভিযানে বেশ কয়েকজন আটক আছে। তাদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। রাত সাড়ে ১১ টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুন চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে।