স্পোর্টস ডেস্ক: গত দুই সাফে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাওয়ার দোরগোড়ায় ছিল। শেষ ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে। আজ ভারতের বেঙ্গালুরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। এই ম্যাচ পেরুতে পারলেই ২০০৯ সালের পর আবার সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আর ব্যর্থ হলে আরেকটি ট্র্যাজেডিতে পরিণত হবে।
প্রতিপক্ষ ভুটান বলেই কিছুটা সাবধানী বাংলাদেশ। ২০১৬ সালে ভুটানের মাটিতে স্বাগতিকদের কাছে হেরে ১৭ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত ছিল বাংলাদেশ টিম। ওই একটি হার বাদে বাকি পরিসংখ্যানের পুরোটাই জামালদের পক্ষে। দুই দলের ১৩টি ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে ১০টিতে। একটি হার এবং বাকি দুইটি ড্র।
দিনের প্রথম ম্যাচে লেবানন হারলে শেষ চারের সমীকরণ বদলে যেতে পারে। কারণ লেবাননের ছয় পয়েন্ট থাকলেও মালদ্বীপের রয়েছে তিন। বাংলাদেশ ভুটানকে হারালে তিন দলের ছয় পয়েন্ট করে হবে। তখন গোল পার্থক্যে এগিয়ে থাকা দল দুইটিই যাবে সেমিফাইনালে।
মালদ্বীপ ও লেবাননের ম্যাচের পর বাংলাদেশের সমীকরণ আরও স্পষ্ট হবে। তবে এসব সমীকরণের দিকে তাকাতে চান না দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘এই সমীকরণ সম্পর্কে আমি জানি না। আমরা শুধু জানি, আমাদের জিততে হবে। আমরা সবাই সেমিফাইনালে ওঠার জন্য ভীষণ ক্ষুধার্ত। আমরা সবাই চাই এটা। এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ। কারণ, সুযোগটা আমাদের হাতে আছে। এখন সবকিছু নির্ভর করছে আমাদের ভালো খেলার ওপর।’
আজ ভুটানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। যে ম্যাচের ওপর নির্ভর করছে জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে খেলা না খেলা। এমন ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে লাল সবুজের শিবির। দলের অন্যতম তারকা ডিফেন্ডার তারিক কাজী নেই এই ম্যাচে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শেষদিকে চোট পাওয়া তারিক গত দুই দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।
মালদ্বীপকে হারিয়ে এখন সাফে সেমিফাইনালের স্বপ্নে বিভোর বাংলাদেশ। বি-গ্রুপে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন জামাল ভূঁইয়ারা। গ্রুপের শেষ ম্যাচে আজ তারা মাঠে ভুটানের বিপক্ষে বেঙ্গালুরুর-এর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলবেন।