ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো একজন করোনায় মারা গেছেন।এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬জনে।অপরদিকে আগ্রনী ব্যাংকের একজন কর্মকর্তা সহ নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩২০ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২২১ জন । বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলার হাট গ্রামের ৬৫ বছর বয়সী একজন নারী রোগী রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুলাই মৃত্যুবরণ করেন।তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন।তার মধ্যে সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন এবং রাণীশংকৈল উপজেলায় ৩ জন।পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩০৯ জন,যাদের মধ্যে ২২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নতুন আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়া মহল্লার ৩৫ বছর বয়স্ক আগ্রনী ব্যাংক কর্মকর্তা ,গোবিন্দনগর মহল্লার ৫২ বছর বয়স্ক একজন ব্যাক্তি, জেলা পরিষদ পাড়ার ২৯ বছর বয়স্ক একজন ব্যাক্তি, ও রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে ৬৫ বছর বয়স্ক নারী।