ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের হরিপুরে উপজেলার যাদুরানী হাট শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যুসহ ৮ কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় ওই ব্যাংকের সকল ধরণের লেন-দেন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার সকালে ওই ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দল করিম।
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, যাদুরানী হাট শাখা কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইসাহাক আলী অসুস্থ্য হলে গত ১৮ জুলাই রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠাই। ২০ জুলাই তার করোনা পজেটিভের রিপোর্ট আসে। তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ব্যাংকের ব্যবস্থাপক ইসাহাক আলীর মৃত্যুতে ওই ব্যাংকের অপর ৭ কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং রোববার তাদের সকলের করোনা পজেটিভ রিপোর্ট আসে। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, যে হতো ব্যাংকটির শাখা ব্যবস্থাপক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাংকের সব ধরণের লেন-দেন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।