ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম শিহিরপুরের হিন্দু সম্প্রদায়ের এক কিশোরীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করায় এক যুবককে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যামণ আদালত।
দন্ডিত সাত্তার উদ্দিন (৩০) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
সাত্তার উদ্দীন দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে ঠাকুরগাঁও সদর উপজেলার শিহিরপুরের হিন্দু সম্প্রদায়ের এক কিশোরীকে উত্যক্ত (ইভটিজিং) করে আসছিল। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকালে ওই যুবক কিশোরীর বাড়ির সামনে হাজির হয়ে তাকে ফোনে ডেকে উত্ত্যক্ত (ইভটিজিং) করলে কিশোরীর পরিবারের লোকজন সহ স্থানীয়রা তাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে খবর দিলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ভ্রাম্যামণ আদালত পরিচালনা বসানো হয়।সেখানে সাত্তার উদ্দিন কিশোরীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করা কথা স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ০৭ সেপ্টেম্বর সোমবারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে এক নার্সকে উত্ত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।