ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের খড়িবাড়ি বড়দেশ্বরী আশ্রয়ন কেন্দ্রের অসহায় সুবিধাভোগীদের জিম্মি করে চাদা দাবি করায় জড়িত কুচক্রী মহলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুচ্ছগ্রামের বাসিন্দারা।বড়দেশ্বরী আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ব্যানারে সোমবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মমিন,বানু,মিজানুর রহমান সহ অনেকে।
বক্তারা বলেন, প্রায় সময়ে অপরিচিত লোকজন এসে চাঁদা দাবি করে আসছে।দাবি পুরনে অস্বীকৃত জানালে সেখান থেকে বের করে দেওয়ার হুমকি প্রদর্শন করে আসছে।
বক্তারা বলেন,এখানে কিছু কুচক্রী লোকজন আমাদের আশ্রয় কেন্দ্রে এসে লোকজনকে মিথ্যা উক্তি বলতে বাধ্য করছে । না হলে নাকি ঘর থাকবে না। তাদের টাকা না দিলে আমাদের নাকি ঘর থাকবে থাকবে না।
তারা আরও বলেন, আশ্রয়ন কেন্দ্রে টাকার বিনিময়ে একজন মেম্বার সচ্ছল পরিবারকে ঘর নিয়ে দিয়েছেন।অথচ সেসব সুবিধাভোগী একদিনও ঘরে থাকে নি। তাই তাদের ঘর বাতিল করা হয়েছে। এখন সেই ঈমান মেম্বার তাদের সাথে যোগাযোগ করে সাংবাদিক দিয়ে চাঁদা দাবি করছে।
এছাড়াও সবুজ নামে একজন অবিবাহিত ছেলে শুরুতে আশ্রয়ন কেন্দ্রে মেয়ে নিয়ে এসে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়।পরে এলাকাবাসীর তোপের মুখে ঘর ছেড়ে পালিয়ে যায়। একবছর পরে কুচক্রী মহলের সহযোগিতায় আবার ঘরের জন্য বিভিন্ন সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য পরিবেশন করছে। আর রহিমা নামের যে নারীর কথা উঠেছে তিনি একজন সচ্ছল নারী। তারা কোন দিন এই আশ্রয় কেন্দ্রে থাকে নি।
এছারাও মিজানুর ও কুদরত নামে ২ নেতা কোনদিন কারো কাছে কোন টাকা দাবি না করলেও তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করে । জনি একজন সচ্ছল ব্যক্তি। তার স্ত্রী একজন প্রবাসী নারী।
এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বলেন, যারা ঘরে থাকে না তাদেরকে বাদ দিয়ে এসিলেন্ড স্যার নতুন লোক কে ঘরে তুলে দেন এটা সঠিক সিদ্দান্ত।এতে বহিস্ককৃত লোকজন কুচক্রী মহলকে ভাড়া করে নিয়ে আসে এবং এখানে লোকজনের কাছে টাকা দাবি করে।