বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ৭ম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২টি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন ৪নং বড়গাঁও ইউনিয়নে ফয়জুর রহমান ও ২২ নং সেনুয়া ইউনিয়নে নোবেল কুমার সিংহ।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি ) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় উপরোক্ত সিদ্ধান্ত হয়।
৪নং বড়গাঁও ইউনিয়নকে বিভক্ত করে পৃথক দুটি ইউনিয়ন গঠন করা হয়। একটি ৪নং বড়গাঁও ইউনিয়ন এবং অপরটি হলো ২২ নং সেনুয়া ইউনিয়ন। বড়গাঁও ইউনিয়নটি পুরাতন হলেও সেনুয়া ইউনিয়নটি সম্পূর্ন নতুন। এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন।
৪নং বড়গাঁও ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান মাষ্টার এবং ২২ নং সেনুয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন সেখানকার আওয়ামীলীগ সভাপতি নোবেল কুমার সিংহ। তিনি বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রভাত কুমার সিংহ এর আপন বড়ভাই। তবে ইউনিয়ন দুটি বিএনপি অধ্যুষিত এলাকা।
গত ২৯ ডিসেম্বর সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি। ২২ জানুয়ারি পর্যন্ত বাছাই ও আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট।