বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়ের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে।
বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের আওয়ামীলীগের সহ সভাপতি বিধান চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়াল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত সমীর, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়, বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল সহ অনেকে। এছাড়াও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তব্যে বলেন, উন্নত দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। এজন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়।