বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে নৌকা ও ৬ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
১নং রুহিয়া ইউনিয়নে মনিরুল হক বাবু(নৌকা), আখানগর ইউনিয়নে রোমান বাদশা(নৌকা), ৩নং আকচা ইউনিয়নে সুব্রত কুমার বর্মন(নৌকা), ৫নং বালিয়া ইউনিয়নে জুলফিকার আলী ভুট্টো(ঘোড়া), ৬নং আউলিয়াপুর ইউনিয়নে আতিকুর রহমান(নৌকা), ৭নং চিলারং ইউনিয়নে ফজলুর রহমান(মোটর সাইকেল), ৮নং রহিমানপুর ইউনিয়নে আবু হাসান হান্নু (মোটর সাইকেল), ৯নং রায়পুর ইউনিয়নে রায়পুর ইউনিয়নে নুরুল ইসলাম(নৌকা), ১০ নং জামালপুর ইউনিয়নে মোস্তাক(আনারস), ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে মো: সোহাগ(নৌকা), ১২ নং সালন্দর ইউনিয়নে ফজলে এলাহী মুকুট(ঘোড়া), ১৩ নং গড়েয়া ইউনিয়নে রইস উদ্দীন(নৌকা), ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে খাদেমুল ইসলাম(নৌকা), ১৫ নং দেবিপুর ইউনিযনে মোয়াজ্জেম হোসেন(নৌকা), ১৬ নং নারগুন ইউনিয়নে সেরেকুল ইসলাম(নৌকা), ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নে মোস্তাফিজুর রহমান লিটন(ঘোড়া), ১৮ নং সুখানপুকুরী ইউনিয়নে আনিসুর রহমান, ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নে বনী আমি(নৌকা), ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে অনিল সেন(নৌকা) এবং ২১ নং ঢোলারহাট ইউনিয়নে-অখিল চন্দ্র রায়(নৌকা)।
ে
রোববার দিনব্যাপী শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এছাড়াও কয়েকটি কেন্দ্রে বিছিন্ন কিছু ঘটনা ঘটে।
ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন, পরুষ ১ লক্ষ ৮৯ হাজার ৯৮৮ জন এবং মহিলা ১ লক্ষ ৮২ হাজার ৪৪৫ জন।