প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঢাকা থেকে যাত্রীবেশে ৩৮০০ পিস ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ ।
মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি চৌকষ দল সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় হানিফ এন্টারপ্রাইজ নামে একটি কোচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানাধীন নলছিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো: সবুজ ফকিরের ছেলে মো: মনির হোসেন ওরফে শুভ (২২), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বানিয়াবস্তি বেলসাড়া গ্রামের মৃত-কফিল উদ্দিনের ছেলে মো: শামসুল হক (৬০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মুক্তার মেলার মৃত-হবিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শ রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে ২জন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে যাত্রীবেশে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে হানিফ কোচে রওনা দিয়েছেন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ২৯ মাইল নামক স্থানে অবস্থান নেয়। রাত দশটার দিকে চিহ্নিত কোচটি ২৯ মাইলে পৌছালে ডিবি পুলিশ কোচটি থামিয়ে তল্লাশী চালায়। এসময় আটক ২জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের শরীর তল্লাশী করে একজনের কাছে ২৩’শ ও অপর জনের কাছ থেকে ১৫’শ পিস সহ মোট ৩৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মাদকগুলির প্রকৃত মালিক ও অর্থ জোগানদাতা সোহেল রানা বলে জানায় তারা।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবারও অভিযানে নামে পুলিশ। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ এর সামনে থেকে রাত আনুমানিক সোয়া একটার দিকে মাদক কারবারি সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ৯(গ)/৪০/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।