বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় রুহিয়া থানা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। এসব কর্মসূচিতে আওয়ামীলীগের পাশাপাশি থানা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, মহিলা আওয়ামীলীগ পুস্পার্ঘ অর্পন করে। বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারর্থী সেন, সাধারণ সম্পাদক আবু সাইদ বাব, সাংগঠনিক সম্পদক বদরুল ইসলাম বিপ্লব, মকবুল হোসেন, আব্দুল গণি, গনেশ চন্দ্র সেন, ২০নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাহারুল ইসলাম সোহেল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, হেলাল প্রমুখ।
পরে বাদ জোহর রুহিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা হয়।
এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬ টায় রামনাথ সেনপাড়া স্বারশ্বত সংঘের অনাথ আশ্রমে বিশেষ প্রার্থনা ও খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা হয়। একইভাবে রুহিয়া থানা আওয়ামী লীগের আওতাধীন প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস পালন করা হয়।