বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সেনের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আনছারুল হকের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী অনিল কুমার সেন।
২১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় রুহিয়ার রামনাথহাটের নৌকা প্রতীকের নির্বাচনি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অনিল কুমার সেন লিখিত বক্তব্যে বলেন, “সোমবার রাতে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আনছারুল হকের সমর্থিত নেতা-কর্মীরা নৌকা মার্কার নির্বাচনী অফিসের সামনে থেকে গভীর রাতে পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে। আনারস মার্কার প্রার্থী খোলা বৈঠকে সাম্প্রদায়িক উষ্কানিমূলক বক্তব্য প্রদান করে এবং নৌকা মার্কার কর্মী সমর্থকদের হুমকি প্রদান করে। ইতিপূর্বে কানি কশালগাঁওয়ের ৪ নং ওয়ার্ডের পলাশ বাংলা মার্কেটে নৌকা মার্কার পোস্টার গুলিও ছিড়ে ফেলে। এছাড়াও বিভিন্ন সময়ে ভোটারদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে বলা হয় যে, কেউ আনারস মার্কা ছাড়া অন্য কোন মার্কায় ভোট প্রদান করলে ২৭ তারিখের পর তাদের দেখে নেওয়া হবে।হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখানোর তীব্র নিন্দা জানিয়ে অনিল কুমার আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর এ ভোটগ্রহণ যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, আনোয়ার জাহিদ রুমি, থানা নেতা ওসমান গনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সদস্য আমিনুল ইসলাম, খবির উদ্দিন সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।