ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভেতরে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত জুয়েল রানা(২৭) নামে ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত ব্যক্তি ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী হঠাৎপাড়া এলাকার আইনুল হকের ছেলে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জানান,দন্ডিত ব্যক্তি সহ ৪ ব্যাক্তি শনিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কম্পাউন্ডে মাদক সেবন করছিল।হাসপাতালের কয়েকজন স্টাফ দেখতে পেয়ে তারা তাদের বাঁধা দেয়।কিন্তু মাদক সেবিরা তাদের বিধি নিষেধ তোয়াক্কা না করলে স্টাফরা জুয়েল রানা নামে একজনকে আটক করতে সক্ষম হয়। বাকীরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঘটনাস্থলে এসে সদর থানা পুলিশের সহায়তায় আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।