নিজস্ব প্রতিবেদক: মহামারীর কঠিন সময়ে নিজ গ্রামে ডি.কে প্রবাসী এইড ফাউন্ডেশন এর নগদ অর্থ বিতরণ করা হয়।
দেশ লক ডাউনের কঠিন সময়ে নিজ গ্রামের গরীব মানুষের পাশে এসে দাড়িয়েছে গ্রামের এই প্রবাসী সংঘটনটি।চারখাই ইউনিয়নের বহুল পরিচিত এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করা এই মহতি সংঘটনটি মানুষের ধুংসময়ে নিজেদের সাধ্যমত গ্রামের গরীব দুংখী মানুষের জন্য সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
ডিকে প্রবাসী এইড ফাউন্ডেশন এর সভাপতি মুজিবুর রহমান সহ সংঘটনের সদস্যরা আজ নিজ দায়িত্বে গ্রামের বেশ কয়েকটি গরীব পরিবারকে প্রায় এক হাজার করে এক একশত দশটি ঘরে পৌছে দেন।
সংগঠনের কোষাধ্যক্ষ সাইদুর রহমান বলেন এই সংঘটনটির ভাল কাজ গুলা যেন মহান আল্লাহ্ কবুল করেন এবং সংঘটনটি যেন এভাবে সমাজের জন্য কাজ করে যেতে পারে এর জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ।পরে সংগঠন টির কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়।
সভাপতিঃমুজিবুর রহমান,
সহ সভাপতিঃতাহির আলী,
সাধারন সম্পাদকঃফয়জুল হক,
সহ সাধারন সম্পাদকঃহাসান আহমেদ,
সাংগঠনিক সম্পাদকঃ মোবারক আলী,
সহ সাংগঠনিক সম্পাদকঃআব্দুস ছুবুর,
কোষাধক্ষ্যঃছায়দুর রহমান,
সহ কোষাধক্ষঃআলীম উদ্দিন,
শিক্ষা ও ধর্ম প্রচার সম্পাদকঃশামীম আহমদ,
সহ শিক্ষা ও ধর্ম প্রচার সম্পাদকঃআব্দুল কাদির,
তথ্য প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদকঃইকবাল হোসেন,
(সদস্য)
মুছা
মুমিন
আলী আহমদ
সজিব
ফয়ছল
হোসেন
জয়