মোঃ সরোয়ার জাহান,নীলফামারী প্রতিনিধি:
করোনাভাইরাসে অচলাবস্থায় পড়েছে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা। সকল শ্রেণির শ্রমিকের প্রায় শতভাগই এখন বেকার। ডিমলা উপজেলায় এ খাতের প্রায় সাত হাজার নির্মাণ শ্রমিকের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে উঠেছে।
ডিমলা উপজেলায় কার্ডধারী নির্মান শ্রমিক রয়েছে প্রায় এক হাজার দুইশত এবং কার্ডবিহীন নির্মান শ্রমিক রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো। এসব নির্মান শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে বেকারত্বের শঙ্কা। নির্মাণ শ্রমিকদের দাবি, হয় স্বাস্থ্যবিধি মেনে কাজ দিন, নয় ত্রাণ দিন।
ডিমলা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারান সম্পাদক আব্দুস সামাদ বলেন, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার স্বার্থে নির্মাণ কাজের সঙ্গে জড়িত সব স্থাপনা চালু করা জরুরী। স্বাস্থ্যবিধি মেনেই কীভাবে উৎপাদন ব্যবস্থায় ফিরে যাওয়া যায় সে পথ খোঁজার বিকল্প নেই।
জাতীয় শ্রমিক লীগ ডিমলা উপজেলা শাখার সভাপতি, জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাস সংক্রমণে অর্থনৈতিক আঘাত থেকে শ্রমিকদের বাঁচাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আমরাও আশাবাদী, এই বিপদ মুহুর্তে অসহায় শ্রমিকদের পাশে সরকার সহ সংশ্লিষ্টরা দাড়াবে।