বিকেল ৪টা পর্যন্ত কোথাও বড় ধরণের বিক্ষোভের সংবাদ না পাওয়া গেলেও বিভিন্ন অলিগলিতে বিক্ষোভকারীদের দেখা গেছে। বড় বড় সড়কে জনসমাগম তেমন ছিল না কারফিউ এর কারণে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে রাজধানীর কোনো এক জায়গায় মাটিতে শুয়ে গুলি করছে সেনাবাহিনীর সদস্যরা। তবে এই ভিডিওটি কোন দিনের তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা শহরে পন্য সংকট দেখা দিয়েছে। বাজারগুলো বন্ধ আছে অনেক জায়গায়। এটিএম বুথগুলো বন্ধ থাকায় মানুষজন টাকাও তুলতে পারছে না।
ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকায় জ্বালানী তেলে সংকট দেখা দিয়েছে।