দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঢাকা, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে এটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নিজাম উদ্দিন সময় সংবাদকে জানান, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর পূর্বে ভারত সীমান্তে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।
সিলেট থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে লোকজন বাসাবাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসেন।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কি.মি. উত্তরপূর্বে ভারতের কাকচিং বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
দেশের বেশকিছু জেলা থেকে সময় সংবাদের প্রতিনিধিরা ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। তবে এতে ভারত কিংবা বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডিপিআর/ জাহিরুল মিলন