সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলায় ত্রান ও দুর্যোগ তহবিল থেকে ১৩টি প্রতিষ্ঠানকে ৩২ বান্ডিল টিন ও তিন হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এর ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার ৪০ জন অসচ্ছল হতদরিদ্রের পাঁচ হাজার টাকার চেক প্রদান করেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মোংলা উপজেলা পরিষদে ত্রান ও দুর্যোগ তহবিল থেকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার উপস্থিত থেকে এ ঢেউটিন ও চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: আলিমুজ্জামান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সোনাইলতলা ইউপি-কাটাখালী বাজার সড়কের চেই: ৪৯৫মিঃ পুটিমারী খালের উপর ২৫.০০ মিটার নবনির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।