নিজস্ব প্রতিবেদক: অনলাইন ব্যবসায়ীদের ওয়েবসাইট বা পেইজ সংক্রান্ত বিভিন্ন কারিগরি সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকে এটি। ২০১৮ সালে তরুণ উদ্যোক্তা আরিয়ান আহমেদ এজেন্সি টি প্রতিষ্ঠিত করেন!
এটি মুলত সাইবার সুরক্ষা টিম ছিলো প্রথম দিকে! পরবর্তীতে আরিয়ান ২০২০ সালে এটিকে করেন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সি
প্রতিষ্ঠাতা আরিয়ান জানান ‘মহামারির এ সময় পুরো বিশ্বের ব্যবসা-বাণিজ্য বলতে গেলে বন্ধ। বাংলাদেশের মতো ছোট দেশগুলো নতুন আইডিয়া জেনারেট করে বাণিজ্য সচল রাখার চেষ্টা করছে। এ অবস্থায় অনলাইন উদ্যোক্তা ও তাদের মার্কেটিং কার্যক্রমে সহযোগিতা করতে ২০২০ সালে ইউনিক টেক বিডির যাত্রা শুরু করি আমি। আমাদের এই ডিজিটাল মার্কেটিং প্লাটফর্মে মানুষ ঘরে বসেই তাদের সব ব্যবসা অনলাইনে নিয়ে আসতে পারছে।’
তিনি আরো বলেন: উদ্যোক্তার পণ্য আমার সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতার সামনে তুলে ধরি।
ইউনিক টেক বিডির সেবাঃ
ব্যবসায়ীদের স্যোশাল মিডিয়ায় নিয়ে আসে এ প্রতিষ্ঠান। এ ছাড়া ই-কমার্স গঠনেও সহযোগিতা করে। এর বাইরে হ্যাক হওয়া আইডি/পেইজ রিকভার/ বিজনেস ম্যানেজমেন্ট/পেজ প্রমোট&বোস্টিং/সোশ্যাল মিডিয়ার সকল প্রকার রিয়েল ফলোয়ার/ওয়েব ডিজাইন সহ ডিজিটাল মার্কেটিং এর সকল প্রকার সার্ভিস দিয়ে থাকে তারা!সাইবার বুলিং নিয়ে মানুষকে সচেতন করার কাজও করে “ইউনিক টেক বিডি”বেকারত্ব দূর করতেও বিনামূল্যে নির্দেশনা দিচ্ছে তারা।
ব্যবসায়ীদের সঙ্গে নেটওয়ার্কঃ
‘ইউনিক টেক বিডির’ উদ্যোক্তা আরিয়ান জানালেন, উদ্যোক্তারা সমস্যায় পড়লে আমাদের পেইজে যোগাযোগ করে। আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করি। আবার কেউ যদি ব্ল্যাকমেইল বা হ্যারাসমেন্টের সমস্যায় পড়ে তাদেরও নির্দেশনা দিচ্ছি- কীভাবে কোথায় অভিযোগ জানাতে হবে, কীভাবে জিডি বা মামলা করতে হবে।