প্রতিবাদ
মোহাম্মদ গালিব ইশরাক ইমরান
নিলাম মসি হাতে,
ফেলিলাম অসি ঘাটে।
করিয়া পাকা আপনার হাত,
রক্ষা করিলাম অসুর মান।
রাখিয়াছি ধরিয়া জেদের দাম,
কেলান করিয়াছি বিঘ্নের হাল।
জিন্দা রাখিয়া উরুর ঘাত,
চালু করিলাম বিবাদের মাঠ।
স্মরণ করিয়া বিধাতার নাম,
চালু রাখিলাম সমরের ডাক।
মূর্ত করিয়া গ্লানির দাগ,
জড় করিলাম মরদের ভাব।
বুদ্ধ করিয়া কলির মান,
বলবৎ রাখিবো দাবির ডাক।
রুদ্ধ করিবো রণের ডাক,
মিলিয়া গেলে প্রজার ভাগ।