স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমের উইকেট তুলে নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পূরণ করলেন বাঁ-হাতি এই পেসার। এই মাইলফলক স্পর্শ করতে শাহিন আফ্রিদিকে খেলতে হয়েছে ৫১টি ম্যাচ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তানজিদ তামিমকে লেগবিফোর উইকেটের ফাঁদে ফেলেন শাহিন শাহ আফ্রিদি। ডাক (৫ বলে ০) মেরে সাজঘরে ফেরত যান বাংলাদেশের এই বাঁ-হাতি ওপেনার।
ওয়ানডে ক্রিকেট দ্রুততম ১০০ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন নেপালের স্পিনার সন্দিপ লামিচানে। তিনি ৪২টি ম্যাচ খেলে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। উইকেটের সেঞ্চুরি করতে তাকে খেলতে হয়েছে ৪৪টি ম্যাচ।