1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

তানজিমকে নিয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন মিরাজ

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক: তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জলঘোলা পরিস্থিতি এখনও থামছে না। নারীদের নিয়ে দেওয়া বিতর্কিত সেই পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখরিত সামাজিক যোগাযোগমাধ্যম। তবে তার কিছুটা রাশ টানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তানজিম সাকিবকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। পরে সাকিবের সমর্থনে পোস্ট দেন সিনিয়র ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, তবে সেই পোস্ট তিনি সরিয়ে নিয়েছেন।

মুহূর্তেই ছড়িয়ে পড়া পোস্টটিতে মেহেদী মিরাজ লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

সেই পোস্টেও পক্ষে-বিপক্ষে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। এর ঘণ্টা তিনেক পর মিরাজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সেই পোস্ট আর পাওয়া যায়নি।

এর আগে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে নিজের ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্ষমা চান জাতীয় দলের পেসার তানজিম সাকিব। মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, ‘সে (তানজিম) যেসব পোস্ট দিয়েছে সেগুলো কাউকে উদ্দেশ্য করে নয়। তারপরও কারও যদি আঘাত লেগে থাকে সে জন্য সে দুঃখিত।’। সামনের দিনগুলোতে এই পেসারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান বিসিবির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..