সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর তানোরে পৃথক দুটি মামলায় নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ। গত (২৪ এপ্রিল) শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ (২৫ এপ্রিল) শনিবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন সাংবাদিক লিংকনের ওপর হামলাকারী উপজেলার হাঁপানিয়া গ্রামের নাজমা (৪২), সোহাগী ওরফে গুধি (৪৮), ফাতেমা (৪৪) ও নওশাদ (৫০)। এছাড়াও অপর মামলার আসামী উপজেলার যোগিশো গ্রামের সাহেরা বিবি (৩৫) ও রেজিয়া বেগম (৪৫)।
প্রসঙ্গ, পূর্বশত্রুতার জের ধরে গত ১৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ লিংকনের ওপর একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসি হাকিম ওরফে পাখির নেতৃত্বে হামলা চালানো হয়।
এঘটনায় সাংবাদিক লিংকন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা রুজু করেন। ওই মামলার সূত্র ধরে গত ২০ এপ্রিল হাকিম ওরফে পাখি (২৫), মেহেদী (২২) ও আসগারকে (৩২) গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্ট আদালত থেকে জামিনে মুক্ত হয়।
এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেছেন, রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ (বিপিএম) মহোদয়ের নির্দেশনায় আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।