সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী রাজশাহীর তানোরে সাংবাদিক লিংকনের ওপর হামলার ঘটনায় ৩ জন সন্ত্রাসিকে গ্রেফতার করা হয়েছে। গত (১৯ এপ্রিল) রোববার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলেন- উপজেলার হাঁপানিয়া গ্রামের হাকিম ওরফে পাখি (২৫), মেহেদী (২২) ও আসগার (৩২)। আজ (২০ এপ্রিল) সোমবর দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গ, পূর্বশত্রুতার জের ধরে গত ১৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ লিংকনের ওপর একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসি হাকিম ওরফে পাখি (২৫), মেহেদী (২২), আসগার (৩২), নাজমা (৪২), সোহাগী ওরফে গুধি (৪৮), ফাতেমা (৪৪) ও নওশাদ (৫০) হামলা চালায়। এতে সাংবাদিক লিংকন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা শেষে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে ৭ জনকে আসামী করে তানোর থানায় মামলা করে লিংকন। মামলা নম্বর-০৬। ওই মামলার সূত্র ধরে ১৯ এপ্রিল দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। লিংকন ‘দৈনিক সংবাদ’ পত্রিকার তানোর প্রতিনিধি।
এনিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানাধীন মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম বলেন, মামলার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানান মামলার আইও সাইফুল ইসলাম।