তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন।উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার এর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.তাসলিমুর রহমান এবং ডা.উম্মে মুসলিমা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টের মালিক,মসজিদের ইমাম,বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন,এনজিও প্রতিনিধি,স্থানীয় গনমাধ্যমকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্টিত কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা করা হয় এবং খাদ্য সংরক্ষণ ও পরিবেশন বিষয়ক ধারনা সহ সরকরের নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেয়া হয়।