প্রত্যয় ওয়েব ডেস্ক:
অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, লিবিয়া উপকূল থেকে ৯০ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে নৌকাটি ১৮ মে ২০২১ তারিখে তিউনিসীয় উপকূলে ডুবে যায়। পরবর্তীতে তিউনিসিয়ার নৌবাহিনী ৩২ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে। অবশিষ্ট নিখোঁজ অভিবাসীদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে আশংকা করা যাচ্ছে।
দূতাবাসের পক্ষ হতে তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএম এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার মাধ্যমে উদ্ধারকৃত বাংলাদেশিদেরকে ১৯ মে ২০২১ তারিখে জারজিস নৌবন্দরে অবতরণ করানো সম্ভব হয়েছে। উদ্ধারকৃত বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য দূতাবাসের একটি টীম ইতোমধ্যে জারজিসের উদ্দেশ্যে গমন করেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সাথে আলাপ করে নিখোঁজ বাংলাদেশিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং উদ্ধারকৃতদের কল্যাণ নিশ্চিতকরণে দূতাবাস সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।
এই অবস্থায় তিউনিসিয়া উপকূলের নৌকাডুবিতে বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য পেতে দূতাবাসের টীমের সাথে +২১৬৫৪২১৯৮২৬ (সরাসরি) এবং +২১৮৯১৬৯৯৪২০২ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করা যাবে।
সূত্র :বাংলাদেশ দূতাবাস লিবিয়া।