আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে ৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার তিউনিসিয়ায় দুটি নৌকা ডুবে কমপক্ষে ৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মর্মান্তিক ওই নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিউনিসিয়ার নৌবাহিনী।
তারা ১৬৫ জন অভিবাসীকে জীবিত ও ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। মৃতদের মধ্যে নয়জন নারী এবং চারটি শিশু।
সাব–সাহারা অঞ্চলের আফ্রিকার বাসিন্দাদের নিয়ে রাতে নৌকা দুটি ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে তিউনিসিয়ার বন্দর এসফ্যাক্সের কাছে দেশটির কোস্টগার্ড নৌকা দুটিকে শনাক্ত করে।
জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন : পুলিশ হেফাজতে সু চির দলের নেতার মৃত্যু